শালবাদরা রাস উৎসবের শুভ সূচনায় জেলা পরিষদ সভাধিপতি কাজল সেখ

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার রামপুরহাট ১নং ব্লকের মাসড়া গ্রাম পঞ্চায়েতের শালবাদরা গ্রামের মাহাপাড়ায় দীর্ঘ ১৫৫ বছর যাবত বংশ পরম্পরায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা ও আরতি প্রধান ধারাবাহিকভাবে চলে আসছে। তাই এ বছরও নতুন নতুন আঙ্গিকে সাংস্কৃতিক ও সচেতনতা মূলক অনুষ্ঠানসহ চার দিনের উৎসবের আয়োজন করা হয়েছে।আজ সোমবার রাস উৎসব মেলার শুভসূচনা করলেন তীর নিক্ষেপের মাধ্যমে বীরভূম জেলা পরিষদ সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুরহাট ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী রবিন সরেন। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি স্বর্ণলতা সরেন, মাসড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ কিস্কু, সমাজসেবী সাধন সিংহ, সৈয়দ মইনুদ্দিন হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ বছরের রাস মেলার বিশেষ আকর্ষণ থিমের মাধ্যমে প্রকাশ করেছেন আশীর্বাদরত গুরু নানক, অষ্টসখী সহ রাধা কৃষ্ণ, প্লাস্টিক বর্জন, করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সহ বিভিন্ন রকম থিমের সম্ভারে সজ্জিত মেলা প্রাঙ্গন। তাছাড়াও গরুর গাড়ির চাকার উপর বারোটি পুতুল সহ রাধা কৃষ্ণ। প্লাস্টিক ব্যবহারের জন্য দূষণমুক্ত পরিবেশ তৈরির বিশেষ থিম, ডেঙ্গু সতর্কতা ইত্যাদি সচেতনতা মূলক বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
এদিন রামপুরহাটে বিজেপির সভায় জেলা তৃণমূল নেতাদের ডিসেম্বর মাসে বড় কিছু ঘটবে বলে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি জেলা সভাধিপতি কাজল শেখ কেও কটাক্ষ করে বলেন, কাজল শেখ উড়ন্ত পাখি। তার প্রতুত্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন–আমি পরিযায়ী পাখি নয়, বসন্তের কোকিলও নয়। ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। শুধু ভোটের নির্ঘণ্ট বাজলেই আসি না। কাজল শেখ কে ধমকে চমকে লাভ হবে না। অনুব্রত আমাদের অভিভাবক, তাকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। তার বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। সম্প্রতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলার ফলাফল ১৬৭ টার মধ্যে ১৬১ টি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির ১৯ টির মধ্যে ১৯ টিতে বোর্ড গঠন করে, জেলা পরিষদে ৫২ টি আসনের মধ্যে ৫১ টি আসনে জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এমনকি আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনে জেলায় যে দুটি আসন রয়েছে, সেখানেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। কাজল সেখ যেটা বলে, সেটা করে দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *