সেখ রিয়াজুদ্দিনঃ
আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস।দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি ভাবে নানান সংগঠনের উদ্যোগে দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। অনুরূপ সিউড়ি সদর হাসপাতালের সমস্ত নার্স ও ট্রেনিংরত নার্সদের নিয়ে এইডস বিষয়ক বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ইত্যাদি সহযোগে পদযাত্রা বের হয়। শ্লোগান থেকে আওয়াজ ওঠে-“এইচ আই ভি আক্রান্ত ব্যক্তিদের সাথে বৈষম্য, একটি শাস্তিযোগ্য অপরাধ। আপনার অজ্ঞতা কোনও অজুহাত হতে পারে না। কমিউনিটি এগিয়ে আসুক। পাশে থাকুক”। এরপর সিউড়ি সদর হাসপাতালের বহিঃ বিভাগের সম্মুখে সাধারণ মানুষদের উপস্থিতিতে এইডস থেকে বাঁচতে কি করনীয় বা কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। তাছাড়া কোনো ব্যক্তির এইডস হয়ে গেলে তার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও আলোকপাত করেন। পরবর্তীতে নার্সিং ইনস্টিটিউটের কমিউনিটি হলে ট্রেনিংরত নার্স সহ সিউড়ি সদর হাসপাতালে কর্মরত নার্স ও অন্যান্য স্টাফদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এইডসের সমস্ত দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার বারিক ও হাসপাতাল সুপারিনটেনডেন্ট ডাক্তার নিরঞ্জন মন্ডল। এছাড়াও উক্ত শিবিরে আইনি সমন্ধে আলোচনা করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ সুপর্না রায় এবং পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক। উপস্থিত ছিলেন হাসপাতালের নার্সেস প্রিন্সিপাল শিপ্রা মোদক ও জয়শ্রী সাহানা সাহু। আজকের অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক।