
শম্ভুনাথ সেনঃ

রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় আজ ১ ডিসেম্বর থেকে ৩ দিনের “বাংলা মোদের গর্ব ” উৎসব-মেলার সূচনা হল। এদিন সন্ধ্যায় জেলা সদর সিউড়িতে বেণীমাধব হাইস্কুল ময়দানে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে তিনদিনের ”বাংলা মোদের গর্ব” উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ও বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়। অনুষ্ঠানের শুরুতেই মুখকথা পরিবেশন করেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-তথ্য অধিকর্তা (হেডকোয়ার্টার) সূর্য ব্যানার্জি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়, বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী, বীরভূম জেলা পরিষদের সহ-সভাধিপতি স্বর্ণলতা সরেন সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষবৃন্দ এবং বিশিষ্ট আধিকারিকরা। আঞ্চলিক শিল্প-সংস্কৃতির প্রসারের লক্ষ্যে এই মেলার আয়োজন বলে জেলাশাসক বিধান রায় জানিয়েছেন। নানান স্টল দিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। এছাড়াও জেলার শিল্পীদের নিয়ে প্রতিদিনই অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্টল গুলিতে তুলে ধরা হয়েছে জেলার বিভিন্ন হস্তশিল্প।”কারার ঐ লৌহ কপাট” স্টলে তুলে ধরা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। স্বনির্ভর গোষ্ঠী উৎপাদিত নানান পণ্য সামগ্রী স্টলগুলিতে বিক্রি হচ্ছে। এই উৎসব-অনুষ্ঠান চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষিকা ডঃ নিবেদিতা লাহিড়ী ও বিশিষ্ট বাচিক শিল্পী কৌশিক আইচ।

