শম্ভুনাথ সেনঃ
ইদানীং কৃষি কাজে বেড়েছে যন্ত্রের ব্যবহার। যন্ত্রের সাহায্যে কম সময়ে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হচ্ছে। বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের কৃষি দপ্তরে আজ ১ ডিসেম্বর এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের হাতে সরকারি ভর্তুকিতে ছোটো কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। ব্যাটারি চালিত স্প্রে মেশিন, ম্যানুয়াল ধান ঝাড়াই মেশিন, খড়কাটা যন্ত্র এমন সব ছোট যন্ত্রপাতি কৃষকদের দেওয়া হয়। মুরারই এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার জানিয়েছেন ২০২৩-২৪ অর্থবর্ষে এলাকার ৯ জন কৃষককে আজ ছোট যন্ত্রপাতি তুলে দেওয়া হয়েছে, আগামী দিনে আবেদনকারী অন্যান্য কৃষকদেরও দেওয়া হবে বলে তিনি জানান।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম