
শম্ভুনাথ সেনঃ
নদীয়া জেলার বনগাঁ সাংগঠনিক জেলা কল্যানী ২ মন্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তা মিহির বিশ্বাসের উপর তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি। গতকালের এই নিশংস ঘটনার প্রতিবাদে আজ বিজেপির যুব মোর্চা রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন ও রাস্তা অবরোধের সামিল হয়েছে। বীরভূমেও আজ সন্ধ্যা ছটা থেকে আধ ঘন্টার জন্য সিউড়ি শহর যুব মোর্চার উদ্যোগে চৈতালির সিনেমা হল সংলগ্ন সদর রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেয় বীরভূম জেলার সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, সিউড়ি শহর মন্ডলের সভাপতি সুনয়ন ভান্ডারী, সিউড়ি শহর মন্ডলের যুব সভাপতি সুমন মুখার্জি সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। এছাড়া বোলপুর ও রামপুরহাটেও বিজেপির এই কর্মসূচি পালিত হয় বলে সভাপতি ধ্রুব সাহা সাংবাদিকদের জানিয়েছেন।
