শম্ভুনাথ সেনঃ
রাজ্য বিধানসভায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের অপবিত্র বলে ব্যঙ্গ ও অবমাননা করার প্রতিবাদে বীরভুমের বোলপুরে অবস্থান-বিক্ষোভে সামিল হয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। আজ ২ ডিসেম্বর দুপুরে বোলপুর চৌরাস্তা মোড়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ী বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজ্যের মন্ত্রী তথা বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিংহ, বোলপুর সাংসদ অসিত মাল, তৃণমূলের প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউরী প্রমুখ। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে জেলার মহিলা সংগঠন, আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন অংশগ্রহণ করে। জানা গেছে এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে বীরভূমেও এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে দলীয় সূত্রে জানানো হয়। এই বিক্ষোভ সমাবেশ থেকে বিজেপির বিরুদ্ধে নিন্দা এবং ধিক্কার জানায় জেলা তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা।