শম্ভুনাথ সেনঃ
১৪-২০ নভেম্বর এই ৭ দিন “আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ” রূপে চিহ্নিত। অনিবার্য কারণে এই নির্দিষ্ট সময়ে বীরভূম জেলায় সপ্তাহ উদযাপন করা যায়নি। তাই আজ ২ ডিসেম্বর বীরভূমের জেলা সদর সিউড়ীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে “আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ” উদযাপিত হয়। সিউড়ি প্রশাসন ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক। পরে সিউড়ী ডি.আর. ডি.সি হলে রাজ্য শিশু সুরক্ষা আয়োগের এডভাইসর অনন্যা চক্রবর্তীর হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চে বরণ করে নেওয়া হয় বিশিষ্ট অতিথিবৃন্দদের। অনুষ্ঠান উদযাপনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন আধিকারিকরা। এদিন সিউড়ি আর. টি.গার্লস, মিউনিসিপ্যাল গার্লস, কালিগতি স্মৃতি নারী শিক্ষানিকেতন, বেনীমাধব হাইস্কুল ও চন্দ্রগতি হাইস্কুল সহ মোট সাতটি হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা সহ জেলা সমাজ কল্যাণ দপ্তর ও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। বিভিন্ন হোমের কৃতী কিশোর-কিশোরীদের হাতে এদিন তুলে দেওয়া হয় পুরস্কার।