সন্তোষ পালঃ
আজ ৩ মে বীরভূম জেলার দুবরাজপুরের পাওয়ার হাউস সংলগ্ন একটি এটিএমের পাশে এলাকার যুবকেরা চা এর দোকানে আড্ডা মারছিলেন। আর সেই সময় তিনজন যুবক হেলমেট পরে ঘোরাঘুরি করছিল। সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথায় অসঙ্গতি দেখা দেয়। তারপর দুবরাজপুর থানা ও সিউড়ি থানায় খবর দিলে ঐ তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে দুবরাজপুর শহরের পাওয়ার হাউস মোড়ে SBI ATM থেকে টাকা চুরি হচ্ছিল এমনটাই অভিযোগ হয় সিউড়ি সদর সাইবার ক্রাইম বিভাগে। অভিযোগের পরেই পুলিশ তৎপর হয়ে তদন্তে নামে। এলাকার যুবকদের সতর্ক করে ও লক্ষ্য রাখার জন্য বলেন সাইবার ক্রাইম বিভাগ। আজ বেলা ১২টা নাগাদ তিন অপরিচিত যুবককে মুখ ঢাকা অবস্থায় ATM এ ঢুকতে দেখে সন্দেহ জনক বলে মনে হয় এলাকার যুবকদের। তারা অপরিচিত সেই যুবকদের গাড়ির চাবি নিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের দুবরাজপুর থানায় নিয়ে আসে। দুবরাজপুর থেকে আবার সিউড়ি সদরে সাইবার ক্রাইম বিভাগে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের কাছ থেকে ২০৩০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি নম্বর বিহীন মোটরবাইক উদ্ধার হয়েছে। ধৃত তিনজনের নাম উমা চরণ গোপ, যাদব গোপ ও রাকেশ সাহা। এরা ঝাড়খন্ড লোকপুর থানার মুরাবেড়িয়া গ্রামের বাসিন্দা।