
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের গ্রামে গ্রামে আবাস যোজনা খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। একশো দিনের টাকা কেন আটকে রাখা হয়েছে এবং আবাস যোজনার বরাদ্দ কেন বন্ধ করে দেওয়া হল, এমন সব প্রশ্ন তুলে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে ধরে আজ ৯ ডিসেম্বর বিক্ষোভ দেখান সেকমপুর, কুবিরপুর ও ইমাদপুর গ্রামের বাসিন্দারা। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে বারবার প্রশ্ন করা সত্ত্বেও তারা কোনো উত্তর দেননি বলে গ্রামবাসীরা সাংবাদিকদের জানিয়েছেন। যদিও প্রতিনিধিরা গ্রামবাসীদের জানান, কেন টাকা ঢোকেনি, তা ব্লকে গিয়ে খোঁজ নিলেই জানা যাবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণের কাজ খতিয়ে দেখতে সরেজমিন তদন্তে আসেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। শুক্রবার তাঁরা বোলপুরের একাধিক গ্রাম পরিদর্শন করেন৷আজ ৯ ডিসেম্বর এদিন তাঁরা সিউড়ি ২ ব্লক পুরন্দরপুরে আসেন। সেখানে ব্লক কার্যালয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে গ্রাম পরিদর্শনে যান তাঁরা। নির্মিত বাড়িগুলি খতিয়ে দেখেন তারা। কথাবার্তা বলেন উপভোক্তদের সঙ্গে। গ্রামবাসীদের প্রশ্ন করতে গিয়ে ওই প্রতিনিধি দল নিজেরাই নানা প্রশ্নের সম্মুখীন হন।