
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই থানার মোহরাপুর গ্রাম থেকে গরু পাচার চক্রের ৪ জনকে গ্রেপ্তার করে মুরারই থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল দিন দুপুরে। গরুগুলি ঝারখন্ড রাজ্য থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটকায়। পরে তাদের গ্রেফতার করা হয়। আজ ৯ ডিসেম্বর অভিযুক্তদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। ১৪ টি গরু সহ তাদেরকে আটক করে পুলিশ। তাদের মধ্যে সালেমুদ্দিন সেখ ও শিকজার সেখের বাড়ি পাইকর থানার মিরপুর। ফজলুল সেখের বাড়ি পাইকরে। বাকি অন্যজন ডালিম সেখের বাড়ি পাইকর থানার রুপরামপুরে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম