বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের এনসিসি বিভাগের উদ্যোগে “জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস’কে” সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভা

শম্ভুনাথ সেনঃ

ইদানিং দূষণ সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বিভিন্ন কারণে ক্রমবর্ধমান বায়ু, জল ও মাটি দূষিত হচ্ছে। আর সেই কারণেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষ ভুগছেন অসুস্থতায়। বিশেষজ্ঞরা কিছু গুরুতর রোগের জন্য দূষণকে একটি বড় কারণ বলে মনে করছেন। এমন পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা আনার লক্ষ্যে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। উল্লেখ্য, ২ ডিসেম্বর দিনটি “জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস” হিসেবে চিহ্নিত। প্রতি বছর এই দিনটিতে সাধারণ জনগণকে দূষণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার জন্য সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এই দিনটিকে সামনে রেখে আজ ৮ ডিসেম্বর বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের এন সি সি কোম্পানীর উদ্যোগে একটি রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের এনসিসি পড়ুয়া ও আধিকারিকরা এই শোভাযাত্রায় স্থানীয় মানুষজনকে পরিবেশ দূষণের বিপদ সম্পর্কে অবহিত করেন। সেই সঙ্গে সুস্থ পরিবেশ গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের ভূমিকা কি হওয়া উচিত সেই সম্পর্কে জনগণকে পরামর্শ দেন। পরে আলোচনা সভায় দূষণ নিয়ন্ত্রণ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন কৃষ্ণচন্দ্র কলেজের এনসিসি কোম্পানির কমান্ডার মেজর ড. রিন্টুকুমার বিশ্বাস। অনুষ্ঠানে ফিফটিন বেঙ্গল ব্যাটেলিয়ান এন সি সির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুবেদার রিক বাহাদুর আলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *