বীরভূমের মুরারই-চাতরার মধ্যে তৃতীয় লাইনের সম্প্রসারণের জেরে ১২ দিন বহু ট্রেন বন্ধ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই-চাতরার মধ্যে তৃতীয় লাইনের কাজের সম্প্রসারণের জন্য বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে ফের ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আজ ৯ ডিসেম্বর থেকে ১২ দিন উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। চাতরা মুরারই স্টেশনের মাঝে তৃতীয় লাইনের কাজ চলবে ৯-২০ ডিসেম্বর টানা ১২ দিন। যার ফলে বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন যেমন বাতিল করা হয়েছে তেমনি একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাতিল হয়েছে হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এমন সব ট্রেনগুলি। বাতিল হয়েছে রামপুরহাট-আজিমগঞ্জ, মেমু স্পেশাল-সহ একাধিক ট্রেন। ট্রেন বাতিল ছাড়া একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই ট্রেনগুলি কাটোয়া-আজিমগঞ্জ হয়ে যাতায়াত করবে। এছাড়া রামপুরহাট-সাহেবগঞ্জ, বারহাড়োয়া- আজিমগঞ্জ শাখার ১৩ জোড়া লোকাল ট্রেন চালানো বন্ধ থাকবে।

ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *