সেখ রিয়াজুদ্দিনঃ
সমগ্র দেশ জুড়ে একযোগে জাতীয় লোক আদালত বসে ৯ ডিসেম্বর শনিবার। দেশের অন্যান্য অংশের ন্যায় বীরভূমের বোলপুর, সিউড়ী ও রামপুরহাট মহকুমা এলাকার আদালতে বসে লোক আদালত। এদিন ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, টেলিফোন, বিদ্যুৎ, ক্রেতা সুরক্ষা, পুলিশ কেস সহ একাধিক মামলার নিষ্পত্তি হয় লোক আদালতের মাধ্যমে। বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি সূত্রে জানা গেছে যে, এদিন জেলার তিনটি আদালতে মোট ২২ টি বেঞ্চ বসে এবং ৩৬৮৪ টি মামলার নিষ্পত্তি হয়। ব্যাঙ্কের অনাদায়ী ঋণ সহ অনান্য মামলার নিষ্পত্তি করে এদিন ৭ কোটি ৮৪ লক্ষ ৭১ হাজার ৭৫১ টাকা রিকভারি হয়েছে। বীরভূম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক সুপর্ণা রায় জেলা আদালতের লোক আদালত পরিচালনা করেন এবং প্রতিটি বেঞ্চ ঘুরে ঘুরে দেখেন কোথাও কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা। বোলপুর আদালতের আইনী পরিষেবা কমিটির চেয়ারম্যান তথা অতিরিক্ত জেলা জজ উমেশ সিং নিজেও উপস্থিত ছিলেন লোক আদালতের বেঞ্চে। তিনি প্রথমেই বোলপুর আদালতের প্রতিটি বেঞ্চ ঘুরে দেখেন। এদিন জেলার শহর, গ্রাম সহ বিভিন্ন এলাকার সাধারন মানুষের মামলা সংক্রান্ত সমস্যা যা ছিলো তা একদিনে নিষ্পত্তি হওয়াই স্বভাবতই সাধারন বিচারপ্রার্থীরা খুশি ব্যক্ত করেন। পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ জানান, প্রতি তিনমাস অন্তর লোক আদালত বসে এবং এক দিনেই সেখানে প্রচুর মামলার নিষ্পত্তি হয়। ২০২৩ সালের আজকেরটাই ছিল বছরের শেষ লোক আদালত। সাধারন মানুষজন নিজেদের মামলার নিষ্পত্তি করতে লোক আদালতের সুবিধা উপভোগ করেন।