উত্তম মণ্ডলঃ
পাশ দিয়ে বয়ে গেছে বক্রেশ্বর নদী। আর তার তীরেই শ্মশান। জায়গাটার নাম— “আকালমেঘ।” জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের দক্ষিণ অঞ্চলের গ্রাম বাঁন্দি মৌজায় আবাদনগরের কাছে জায়গাটা। চারপাশে বিস্তীর্ণ সব্জি চাষের মাঠ। প্রায় দু’দশক আগে আবাদনগর গ্রামের হাবল ঘোষ সব্জি চাষের জন্য এখানে একটি পাকা ঘর তৈরি করেছিলেন। তারপর থেকে জনসমাগম বাড়তে থাকে। শুরু হয় শ্মশানে শ্মশানকালীর পুজো। আজ এই পুজোকে ঘিরে সকাল থেকেই ভক্তদের ভিড় জমে ওঠে এলাকায়। এই উপলক্ষে একটি গ্রামীণ মেলাও বসে। আবাদনগর, বাঁন্দি, কাষ্ঠগড়া, প্রতাপপুর, বৈদ্যনাথপুর, বড়শাল, বাঁশবুনিসহ আশেপাশের গ্রামের লোকজন হাজির ছিলেন এই শ্মশানকালীর পুজোয়।