শম্ভুনাথ সেনঃ
২০২৪ এ লোকসভা নির্বাচন। ইতিমধ্যে তার কাউন্টডাউন শুরু হয়েছে। দেশের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থার সাধারণ নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের মধ্যে বাড়ছে তৎপরতা। প্রশাসনিক স্তরেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে বীরভূমেও। এবারই অনেক নতুন ভোটার জীবনে প্রথম নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তাদের অনেকের কাছে ই.ভি.এম বা ভি.ভি.প্যাট-এর মতো বিষয়গুলি অজানা। তাই সেই সব নব্য ভোটারদের সচেতনতার সুবিধার্থে এগিয়ে এলো বীরভূম জেলা প্রশাসন। নতুন ভোটারদের ই.ভি.এম ও ভিভিপ্যাট সম্পর্কে সচেতনতার জন্য প্রশাসনিক ভবন সিউড়ীতে চালু করা করা হল ই.ভি.এম প্রদর্শন কেন্দ্র। একই সঙ্গে জেলার ১১ টি বিধানসভা এলাকায় ভোটারদের সচেতন করতে একটি ইভিএম প্রদর্শন গাড়ি ঘুরবে বলে প্রশাসনের তরফে জানানো হয়। গত ১২ ডিসেম্বর তেমনই একটি ট্যাবলো গাড়ির উদ্বোধন করেন জেলা সমাহর্তা বিধান রায়। প্রশাসন সূত্রে খবর নতুন ভোটাররা এই ই.ভি.এম প্রদর্শনকেন্দ্র গুলিতে গিয়ে কীভাবে ই.ভি.এমে ভোট দিতে হয় তা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। তাছাড়াও মডেল ই.ভি.এম গুলিতে হাতে-কলমে ভোট দিয়ে দেখার সুযোগ পাবেন তাঁরা। আগামী লোকসভা নির্বাচন ঘোষণার সময়কাল পর্যন্ত এই কেন্দ্রগুলির মাধ্যমে জনসচেতনতার কাজ চলবে বলেও জেলা প্রশাসন সূত্রেও জানানো হয়।