শান্তিনিকেতন সফরে রাজ্যপাল তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেক্টর সি ভি আনন্দ বোস

শম্ভুনাথ সেনঃ

কলকাতা রাজভবনের উত্তর গেটের নামকরণ হচ্ছে ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক’। ১৪ ডিসেম্বর শান্তিনিকেতন সফরে এসে একথা জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কবিগুরুর ছবি দেওয়া সেই শ্বেত পাথরের ফলক রাজভবন থেকেই তিনি নিয়ে আসেন এবং এদিন শান্তিনিকেতনের মাটি ছুঁয়ে তা উন্মোচন ও শুদ্ধিকরণ করা হয়। এই ফলক কলকাতায় নিয়ে গিয়ে রাজভবনের উত্তর গেটে বসানো হবে। কবিগুরুর ‘প্রাণের আরাম’ ছাতিমতলায় সেই ফলকের উন্মোচন করেন তিনি। সঙ্গে ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। রাজ্যপাল এদিন রবীন্দ্রভবন সংগ্রহশালা, গৌরপ্রাঙ্গন, ছাতিমতলা, উপাসনা গৃহ ঘুরে দেখেন৷ উল্লেখ্য, বন্দেভারত এক্সপ্রেসে এদিন সকালে শান্তিনিকেতন আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রথীন্দ্র অতিথি গৃহে বিশ্রাম নেন৷ দুপুরে রবীন্দ্রভবন সংগ্রহশালায় আসেন তিনি। ঘুরে দেখেন গুরুদেবের ব্যবহৃত সামগ্রী। সেখান থেকে ছাতিমতলায় আসেন রাজ্যপাল৷ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া ঐ শ্বেতপাথরের ফলক রাজভবন থেকে নিয়ে আসেন তিনি৷ সেই ফলকে লেখা ছিল ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক’। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে পাশে নিয়ে রবীন্দ্রভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বের কাছে মানুষের কাছে তিনি গর্বের। তাঁর সৃষ্টি পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। এমন বিখ্যাত মানুষের কর্মভূমিতে আসতে পেরে তিনি গর্বিত বলে জানান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *