শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠে মাতারার মন্দিরে মায়ের গর্ভগৃহে আর কেউই স্মার্টফোন নিয়ে ঢুকতে পারবেন না। এমনকি ঢুকতে পারবেন না সেবায়েতরাও। এই মর্মে কদিন আগে থেকেই নিষেধাজ্ঞা জারির পোস্টার লাগানো হয়েছে মন্দির চত্বরে। আজ পয়লা পৌষ (১৮ ডিসেম্বর ) থেকেই তা কার্যকরী হচ্ছে। সেই সঙ্গে মায়ের সামনে দাঁড়িয়ে সংকল্প করে আর অঞ্জলি দেওয়া যাবে না। ভক্তদের সুবিধা ও স্বাচ্ছন্দ এবং স্বাস্থ্যবিধির দিকটি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেবায়েত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন। গর্ভগৃহের ভিতরে নানা অঙ্গভঙ্গিতে ছবি তুলে রিল তৈরি হচ্ছে। মোবাইলে ছবি তোলার দাপটে ভক্তদের পুজো দেওয়া বিঘ্নিত হওয়ার কারণে মন্দির কমিটির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত। উল্লেখ্য, শীত পড়তেই তারাপীঠে বহু ভক্ত পুণ্যার্থীদের আগমন ঘটে। তারামায়ের দর্শন এবং পুজো দিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভক্তদের। ধৈর্যহারা হয়ে পড়েন অনেকেই। মোবাইলে মায়ের সামনে সেলফি তোলা, মাকে জড়িয়ে ধরে ছবি তোলা এমন সব কারণের জন্যই দীর্ঘক্ষন সময় অতিবাহিত হয়। এখন থেকে ভক্তদের এমন নানা অসুবিধা দূর করতেই এই অভিনব বিধিনিষেধ। এবার থেকে মাকে দর্শনের জন্য আর বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এমনকি ভক্তরা এবার একটু বেশি সময় ধরেই মাকে দর্শন করতে পারবেন।