শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ ১৯ ডিসেম্বর থেকে শুরু হলো সারদা কাত্যায়ণী পূজা। উল্লেখ্য, ১৯৪২ খ্রীস্টাব্দে এই আশ্রমের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা ঠাকুর সত্যানন্দদেব এই পূজা শুরু করেন। মা সারদা এই ৪ দিন কাত্যায়ণী রূপে পুজিতা হন। উপস্থিত আশ্রম অনুরাগী ভক্ত-পুর্ণ্যার্থীরা এদিন সপ্তমী বিহিত পূজায় পুষ্পাঞ্জলি প্রদান করেন। অষ্টমী, নবমী, দশমী বিহিত পূজা, চণ্ডীপাঠ, হোম, যজ্ঞ, পুষ্পাঞ্জলী চলবে প্রতিদিনই। ২১ ডিসেম্বর নবমীতে হাজার হাজার নরনারায়ণ সেবার আয়োজন করা হবে বলে জানিয়েছেন দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ।