
শম্ভুনাথ সেনঃ
সামনে লোকসভা নির্বাচন। তাই এ বছর প্রায় একমাস আগেই অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২০ ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে। উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য, সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক, সহকারী সচিব রাজীব বিশ্বাস প্রমুখ। জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) চন্দ্রশেখর জাউলিয়া সহ বীরভূমের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির প্রধান শিক্ষক, পরীক্ষা পরিচালক মন্ডলীর সদস্য,পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জেলার পুলিশ প্রশাসনকে নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সাহায্যের আশ্বাস দেন সভাধিপতি।

উল্লেখ্য, ২০২৪ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি হবে শেষ পরীক্ষা। সময়ও বদলেছে এবার। দুপুর ১২ টা থেকে ৩.১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে হবে এবারের প্রশ্নপত্র। পড়ুয়ারা যাতে ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে তার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। উল্লেখ্য, বীরভূমে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮,০০০। ৩১টি পরীক্ষা কেন্দ্র এবং ১০২ টি অতিরিক্ত কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করার জন্য কাজে লাগানো হবে অনলাইন প্রযুক্তি।
