সাহিত্য অকাদেমির ‘প্রবাসী মঞ্চ’ অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী প্রখ্যাত বাঙালী কবি সৌম্য দাশগুপ্ত

মেহের সেখঃ

২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসের প্রেক্ষাগৃহে ‘প্রবাসী মঞ্চ’ নামে একটি কার্যক্রমের আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী প্রখ্যাত বাঙালী কবি এবং ‘অগ্রবীজ’ পত্রিকার সম্পাদক সৌম্য দাশগুপ্ত। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ প্রদান করে এবং আমেরিকা প্রবাসী বাঙালী কবি সৌম্য দাশগুপ্তের সাথে পরিচয় করিয়ে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ। প্রখ্যাত বাঙালী কবি এবং অধ্যাপক ড. সুবোধ সরকার উত্তরীয় পড়িয়ে সৌম্য দাশগুপ্তকে অভিনন্দন জানান এবং সৌম্য দাশগুপ্তের সাহিত্য চর্চা নিয়ে সংক্ষেপে বক্তব্য রাখেন। আমেরিকা প্রবাসী বাঙালী কবি সৌম্য দাশগুপ্ত আমেরিকায় প্রবাসী বাঙালীদের বাংলা ভাষার চর্চা বিষয়ে বক্তব্য রাখার পাশাপাশি তাঁর লেখা বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান। ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটান সাহিত্য অকাদেমির সহকারী সম্পাদক ক্ষেত্রবাসী নায়েক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *