বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে জাতীয় স্তরের “বিজ্ঞান সেমিনার” অনুষ্ঠিত হলো

শম্ভুনাথ সেনঃ

বিজ্ঞান এগিয়ে চলেছে। উন্নত প্রযুক্তি ও নিত্যনতুন গবেষণার নানা দিক গবেষণারত ছাত্র-ছাত্রী ও বিজ্ঞান শিক্ষার্থীদের কাছে তুলে ধরার লক্ষ্যে বীরভূমের প্রাচীনতম হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের রামরঞ্জন সভাগৃহে ২০-২১ ডিসেম্বর দুদিনের জাতীয় স্তরের বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও উদ্বোধন করেন এই কলেজের অধ্যক্ষ ড. গৌতম চট্টোপাধ্যায়। এই কলেজের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে “INTERDISCIPLINARY APPROACHES TO MODERN ASPECTS OF ZOOLOGICAL SCIENCES” বিষয়ক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মৌ বায়োমেডিকেল রিসার্চ সেন্টার থেকে আগত বিজ্ঞানী ড. বিশ্বনাথ মাইতি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ZOOLOGY বিভাগের অধ্যাপক ড.কৌশিক ঘোষ। এই সেমিনারে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ ছাড়াও দুর্গাপুর গভঃ কলেজ, রানীগঞ্জ ত্রিবেণীদেবী ভালোটিয়া কলেজ, সিউড়ি বিদ্যাসাগর কলেজ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ছাত্র ছাত্রী অধ্যাপকগন উপস্থিত ছিলেন।

এদিন আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট পড়ুয়ারা এই সেমিনারে তাদের গবেষণার বিষয় ভাবনা তুলে ধরেন। সেমিনারের দুই মূল আলোচক আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার নিরাময়ে ক্রমউন্নতি এবং অনুজীব বিষয়ে উপকারী ব্যাকটেরিয়ার কার্যক্রম নিয়ে আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরেন। সেমিনারে স্নাতক, মাস্টার্স এবং গবেষণারত মিলিয়ে ১০০ জন শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করে বলে জানিয়েছেন অনুষ্ঠানের দুই আহ্বায়ক তথা কৃষ্ণচন্দ্র কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা ড. জয়িতা মুখার্জি ও ড. সালমা খাতুন। দুদিনের এই বিজ্ঞান সেমিনারের পরিচালনার দায়িত্বে ছিলেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজেরই প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সঞ্জয় চক্রবর্তী, অক্ষয় আচার্য ও পূর্ণপমা ঘোষ।

ছবিঃ প্রিয়রঞ্জন ধর, দুবরাজপুর, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *