বীরভূমের সদর সিউড়িতে শুরু হল ৭ দিনের “সিউড়ি উৎসব”

শম্ভুনাথ সেনঃ

এ বছরই প্রথম বীরভূমের সদর সিউড়িতে শুরু হল ৭ দিনের “সিউড়ি উৎসব”। সিউড়ি পুরসভার উদ্যোগ এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় এই উৎসব ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সিউড়ি সেচ (ইরিগেশন) কলোনির মাঠে। মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। চন্দননগরের বিখ্যাত আলোক সজ্জায় রং বেরঙের নানান আলোকমালায় সেজে উঠেছে এলাকা। সার্কিট হাউস, এসপি মোড়ের লাল গির্জা থেকে সড়ক পথের দু’ধারে করা হয়েছে আলোক প্রদর্শনী। আয়োজন করা হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সেইসঙ্গে বসেছে বাহারে আহারে ‘খাদ্য মেলা’।

এদিন এই উৎসব স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে উদ্বোধন করেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কৌশিক সিনহা, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক, সিউড়ি পুরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রমুখ। প্রতিদিনই সাংস্কৃতিক মঞ্চে রাজ্যের, ভিন রাজ্যের বিভিন্ন প্রথিতযশা শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন। শেষ দিনে জেলার শিল্পীদের অংশগ্রহণে লেজার ‘শো’ এর মাধ্যমে শেষ হবে এই “সিউড়ী উৎসব”। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী বরুন দাস ও শিক্ষিকা নিবেদিতা লাহিড়ী।

ছবি ও ভিডিও: মোহাম্মদ আমিন নাশিদ, সিউড়ি, বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *