বীরভূমের সিউড়িতে “বীরভূমের মুখ” সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বুকে অন্যতম উন্নতমানের সাহিত্য ও ইতিহাস ভিত্তিক তথ্যসমৃদ্ধ বার্ষিক পত্রিকা “বীরভুমের মুখ” প্রকাশিত হল। বীরভূমের সদর সিউড়ির ভবতারিনী কালীবাড়িতে দক্ষিণারঞ্জন মঞ্চে ২৫ ডিসেম্বর দুপুরে পত্রিকার নবম বর্ষের বার্ষিক সংখ্যা আত্মপ্রকাশ করে। বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. পার্থসারথি মুখোপাধ্যায়ের পৌরোহিত্যে শুরু হয় এই লোকার্পণ অনুষ্ঠান। উল্লেখ্য, বিগত ৮ বছর ধরে এই “বীরভূমের মুখ” সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন তরুণ তপন বসু। গত ২০২২ সালের ৯ নভেম্বর ৮৩ বছর বয়সে তিনি প্রয়াত হন। বীরভূমের সিউড়ি আইটিআই কলেজে শিক্ষকতার পাশাপাশি আজীবন তিনি ছিলেন সাহিত্যসেবী। বর্তমান সম্পাদক অতনু সেনগুপ্তের সম্পাদনায় ১১২ পাতার এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সহ-সম্পাদক নিতাইপ্রসাদ ঘোষ, বীরভুমের আঞ্চলিক ইতিহাস গবেষক সুকুমার সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক তথা লেখক কালিপদ দাস, জেলা গ্রন্থাগারিক মৌসুমী চ্যাটার্জী সহ বহু জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিদ্যাসাগর কলেজের গ্রন্থাগারিক সুশান্ত রাহা। উপস্থিত আমন্ত্রিত ৪২ জন কবি সাহিত্যিকদের হাতে এদিন প্রকাশিত পত্রিকা তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন পত্রিকা সম্পাদক অতনু সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *