শম্ভুনাথ সেনঃ
মালদা-বেঙ্গালুরু অমৃত ভারত সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের আজ ৩০ ডিসেম্বর যাত্রাপথের সূচনা হল। মালদা টাউন ছাড়ার পর বীরভূমে এই ট্রেন রামপুরহাট এবং বোলপুর শান্তিনিকেতন স্টেশনে স্টপেজ দেবে। আজ বেলা ১২ নাগাদ মালদা স্টেশনে এই ট্রেন ছাড়ার পর বীরভূমের রামপুরহাটে আসে ২.১৩ মিনিট নাগাদ। এই নতুন ট্রেন স্টেশনে ঢুকতেই রামপুরহাটের মানুষজন উলুধ্বনি, শঙ্খধ্বনিতে স্বাগত জানায়। ট্রেনের চালক ও যাত্রীদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। অমৃত ভারত সাপ্তাহিক এক্সপ্রেস নতুন এই ট্রেনটি রামপুরহাট রেল ষ্টেশনে প্রবেশ করতেই ষ্টেশনে উপস্থিত মানুষজনের মধ্যে উল্লাস দেখা যায়। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটিকে স্বাগত জানাতে আজ দুপুরে রামপুরহাট রেলষ্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন আধিকারিক, দুবরাজপুরের বিধায়ক অনুপকুমার সাহা সহ রামপুরহাটের বিভিন্ন এলাকার মানুষজন।
উল্লেখ্য, এই ট্রেন মালদা টাউন স্টেশনে ছাড়বে প্রতি রবিবার। ২,২৬২ কিমি পাড়ি দিয়ে ব্যাঙ্গালুরুতে পৌঁছাবে পরদিন সোমবার। রেলের টাইম টেবিল অনুযায়ী প্রতি রবিবার রামপুরহাট স্টেশনে ১০ঃ৩৭ মিনিটে ঢুকবে, থামবে পাঁচ মিনিট। অন্যদিকে বোলপুর শান্তিনিকেতনে ১১ঃ৪৮ মিনিটে ঢোকার পর দু মিনিট দাঁড়িয়ে ১১:৫০ এ যাত্রা শুরু করবে। এই ট্রেনটি চালু হওয়ায় মালদা ও বীরভূমের বহু শ্রমিক, কিষাণ, ব্যবসায়ী,পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ব্যাঙ্গালুরু গামী রেলযাত্রীরা সরাসরি বেঙ্গালুরুতে যাবার সুযোগ পাবেন। এদিন এই ট্রেন চালু হওয়ায় বীরভূমের মানুষ রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।