সেখ রিয়াজুদ্দিনঃ
গত তিন দিন যাবত বীরভূম ক্যারাম এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অল বেঙ্গল স্টেট রাঙ্কিং স্টেজ টু কেরাম টুর্নামেন্ট ২০২৩-২৪ অনুষ্ঠিত হয় রামপুরহাট মহকুমার বরশাল হাই স্কুলে। রাজ্যের হুগলি, শিলিগুড়ি, পুরুলিয়া, হাওড়া, বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক খেলোয়াড় ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাংলার সব বড় বড় খেলোয়াড় যারা বিভিন্ন জায়গায় ক্যারাম খেলার সুবাদে চাকরি পেয়েছেন, কেউবা ন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এরকম খেলোয়াড়রাও এখানের প্রতিযোগিতায় অংশগ্রহণ নেন।
এই ক্যারাম জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও খেলা হয়। এই ক্যারাম খেলে বহু লোক চাকরি পর্যন্ত পায়। এরকম চাকরি প্রাপ্ত ইনকাম ট্যাক্স, পোস্টাল ডিপার্টমেন্ট প্রভৃতি দপ্তরের কর্মীরা এখানকার ক্যারাম খেলায় অংশগ্রহণ করেছেন বলে জানান বীরভূম জেলা ক্যারাম অ্যাসোসিয়েশন এর সম্পাদক বদরুদ্দোজা সেখ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় সহ বিভিন্ন স্তরে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে, ক্যারাম অ্যাসোসিয়েশন এর রাজ্য সম্পাদক দিব্যেন্দু সিমলাই ও সভাপতি দেবাশীষ চৌধুরী, বড়শাল হাই স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ চৌধুরী, জেলা ক্যারাম এসোসিয়েশনের সভাপতি রোজিনা খাতুন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।