সেখ রিয়াজুদ্দিনঃ
পথ চলতি মানুষজনের রাস্তা পারাপার সহ বিভিন্ন কারণের ফলে হামেশাই পথ দুর্ঘটনা ঘটে, এমনকি প্রাণহানিও হয়। সেই সমস্ত বিষয়ের উপর বিচার বিবেচনা করে কেন্দ্রীয় সরকার ড্রাইভারদের প্রতি এক আইন পাস করতে চলেছেন যা ড্রাইভার কুলের পক্ষে বিপজ্জনক।যদি পথ দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার কর্তৃক পথচারী মারা যান তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের ১০ বছরের কারাদণ্ড এবং ৭ লক্ষ টাকা জরিমানা হবে উক্ত আইনের বলে। এছাড়াও বলা হয়েছে দুর্ঘটনার পরে ড্রাইভার যদি আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান সে ক্ষেত্রে সাজা কিছুটা মুকুব হতে পারে বা জরিমানা ৫ লক্ষ টাকা হতে পারে।কিন্তু দূর্ঘটনা স্থল থেকে সেই মুহুর্তে কোনো ড্রাইভার নিয়ে যেতে পারেন না। কারণ সেই সময় তার উপর গণপিটুনি নেমে আস্তে পারে, এক্ষেত্রে ড্রাইভারের জীবনহানির আশঙ্কা অমূলক নয় বলে সংগঠনের বক্তব্য। ড্রাইভাইদের উপর চাপানো কালা আইন প্রত্যাহারের দাবি সহ ড্রাইভারদের অন্যান্য অসুবিধার কথা উল্লেখ করে ২ জানুয়ারি মঙ্গলবার সিউড়িতে বীরভূম জেলা শাসকের নিকট ২২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় অল ড্রাইভার ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে। সংগঠনের হুঁশিয়ারি যে, ড্রাইভারদের উপর থেকে কালা আইন প্রত্যাহার না হলে, সমস্ত গাড়ি বন্ধ করে রাস্তা জ্যাম করে দেওয়া হবে এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। একান্ত সাক্ষাৎকারে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান ও তাদের দাবি দাওয়া প্রসঙ্গে বিস্তারিত জানালেন সংগঠনের জেলা সভাপতি তন্ময় সাহা।