নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বীরভূমের সিউড়িতে “বক্তৃতা” প্রতিযোগিতা

শম্ভুনাথ সেনঃ

ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের নির্দেশক্রমে নেহেরু যুব কেন্দ্র বীরভূম এর ব্যবস্থাপনায় আজ ৮ জানুয়ারী দুপুরে অনুষ্ঠিত হলো “বক্তৃতা” প্রতিযোগিতা। সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সিউড়ী প্রভাত জ্যোতির্ময়ী কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত এই বক্তৃতা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের ২০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে। বক্তৃতার বিষয় নির্ধারিত ছিল “আমার ভারত – উন্নত ভারত @ ২০৪৭। উল্লেখ্য, আগামী ২০৪৭ সালে ভারতের স্বাধীনতার শতবর্ষ পূর্ণ হবে। সেই লক্ষ্যে যুবসমাজকে উদ্বুদ্ধ করার প্রয়াস নিয়ে কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে যুবদের দ্বারা, যুবদের জন্য এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। এদিনের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন জ্যোতির্ময়ী কলেজের সম্পাদক লছমন বন্দ্যোপাধ্যায়, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন লোকপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কুমার বিশ্বাস, শিক্ষক সচ্চিদানন্দ মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সুজিত কুমার মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস। উল্লেখ্য, বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় ৭ মিনিট সময়সীমার মধ্যে এদিন প্রতিযোগীরা নিজেদের বক্তব্য উপস্থাপন করে। বিচারকের পদে আসীন ছিলেন প্রভাত জ্যোতির্ময়ী কলেজের অধ্যক্ষ ড. অমিয়তোষ ঘোষ, বি ই আই টি কলেজের অধ্যাপক ড. রাজদূত মুখার্জি ও প্রসার ভারতীর জেলা সাংবাদিক শম্ভুনাথ সেন।এই প্রতিযোগিতায় দিশা মন্ডল- প্রথম, অনামিকা মুখার্জি- দ্বিতীয় এবং যুগ্ম তৃতীয় স্থান অধিকার করে সুদেষ্ণা সরকার ও সরস্বতী দলুই। আগামীদিনে প্রথম স্থানাধিকারী রাজ্যস্তর প্রতিযোগিতায় বীরভূম জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে। এদিন স্থানাধিকারী প্রতিযোগীতদের হাতে ট্রফি সহ শংসাপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *