শম্ভুনাথ সেনঃ
আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন। দিনটি সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে, হেতমপুর হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায়, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়। বিকশিত ভারতের সংকল্প নিয়ে ছাত্ররা একটি প্রভাত ফেরিতে অংশ নেয়। পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা, স্বচ্ছতা এবং নেশা মুক্তি সমাজ গড়ার শ্লোগান ওঠে ছাত্রদের মধ্য থেকে। তারা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হাত লাগায়। ২০৪৭ সালের মধ্যে দেশকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে হবে, তা করতে গেলে ছাত্র ও যুব সমাজের কী ভূমিকা তা নিয়ে সপ্তাহব্যাপী জেলা জুড়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে নেহেরু যুব কেন্দ্র। এদিন সপ্তসুর কালচারাল সোসাইটির কচিকাঁচারা নৃত্য পরিবেশন করে। যুব দিবস উদযাপনের তাৎপর্য এবং স্বামীজীর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস সহ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষা কর্মী ও ছাত্ররা। এদিন প্রধানমন্ত্রীর যুব দিবসের অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির সম্পাদক সুমন্ত কর্মকার।