
সেখ রিয়াজুদ্দিনঃ
আজ ১ লা মাঘ দিকে দিকে সমস্ত দেবদেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেইরূপ রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েত এলাকার মহিষাগ্রামে মহিষা মর্দিনি পূজা উপলক্ষে বসেছে একদিনের মেলা। উল্লেখ্য বর্তমান মহিষাগ্রাম নামে একটি পাড়া থাকলেও অন্য পাড়াটি বিলুপ্ত। তবে একদা বসবাসকারী পরিবারগুলোর বসত ভিটার ধ্বংসস্তূপ বিদ্যমান। এছাড়াও রয়েছে মহিষা মর্দিনি ঠাকুরের বেদী। গুড়কাটা- মাচানতলি গ্রাম মধ্যবর্তী জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল লুপ্ত হয়ে যাওয়া মহিষাগ্রাম। এই গ্রাম উঠে যাওয়ার পিছনে রয়েছে ইতিহাস। এখান থেকে উঠে যাওয়া পরিবারের বংশধর সুভাষ মন্ডল, আদিত্য প্রসাদ মন্ডল রা একান্ত সাক্ষাৎকারে শোনালেন সেই ইতিহাস।