
শম্ভুনাথ সেনঃ

বেআইনি চোলাই মদ তৈরির মালিকদের গ্রেপ্তার করার লক্ষ্যে বীরভূমের মুরারই থানার পুলিশ ও আবগারি দপ্তর যৌথভাবে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আজ ১৬ জানুয়ারী অভিযান চালায়। বীরভূমের রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডুরিয়া গ্রামে প্রায় ২০০ লিটার মদ এবং মদ তৈরির কাঁচামাল নষ্ট করে। মদের ভাটি ভেঙ্গে লন্ড ভন্ড করে দেয়। তবে কাউকে আটক করতে পারেনি। পুলিশ বাড়িতে ঢোকার আগে তারা পাঁচিল পেরিয়ে বাইরে চলে যায়। এই গ্রামটিতে প্রায় বেশিরভাগ বাড়িতেই চোলায় মদ তৈরি করে বলে অভিযোগ। গোপন ভাবে এই বেআইনি মদ তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। বারবার অভিযান চালিয়েও এই বেআইনী ব্যবসা বন্ধ করতে পারেনি আবগারি দপ্তর। আবগারি দপ্তরের এমন অপদার্থতায় জনমানসে ক্ষোভ বাড়ছে।
ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই বীরভূম