শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ব্যবস্থাপনায় বীরভূমের দুবরাজপুর বিধানসভার স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহার উদ্যোগে এলাকার বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) ব্যক্তিদের নিয়ে এক সনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। আজ ১৭ জানুয়ারী স্থানীয় দুবরাজপুর ‘মাদৃক সংঘ ময়দানে’ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন তাদের প্রতিবন্ধকতার শংসাপত্র নিয়ে আসেন। আগামীকাল দুবরাজপুর বিধানসভার খয়রাশোলে এই একই ক্যাম্প চলবে বলে জানানো হয়। সনাক্তকরণের পর পরবর্তীকালে যার যা সহায়ক সরঞ্জাম প্রয়োজন হবে তাকে সেই জিনিস দেওয়া হবে বলে জানান দুবরাজপুরের বিধায়ক অনুপকুমার সাহা।এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপকুমার সাহা সহ বিশিষ্ট সমাজসেবী টুটুন নন্দী, শ্যামল গোস্বামী, মোতাহার হোসেন খান, করুণাময় মুখার্জী প্রমুখ।