শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই কবি নজরুল কলেজে ১৭-১৮ জানুয়ারী দু’দিনের আন্তর্জাতিক সেমিনার শুরু হল। “ভারতবর্ষের অতীত ও বর্তমানের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশ এবং পর্যটন” বিষয়ক আলোচনা সভার আয়োজন করে কলেজের ইতিহাস বিভাগ ও IQAC (INTERNAL QUALITY ASSURANCE CELL)। আমন্ত্রিত ও গৌরবময় অতিথিদের বরণ পর্বের পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সভার সূচনা হয়। পরে শিক্ষক ছাত্র-ছাত্রীদের সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানের আলাদা মাত্রা এনে দেয়। এদিন কলেজের অধ্যক্ষ ড. মুকেশ সিং তার স্বাগত ভাষণে অনুষ্ঠানের তাৎপর্য প্রাসঙ্গিকতা তুলে ধরেন। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অভ্যাগত অতিথিদের সাধুবাদ জানান। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তথা এই আলোচনা সভার আহ্বায়ক অধ্যাপক নিমাই চন্দ্র মণ্ডল, IQAC কোঅর্ডিনেটর অধ্যাপক ড. সুরজিৎ দাস, প্রধান অতিথি বিজ্ঞানী ড. মুনকির হোসেন আলোচনার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কান্দরা রাধাকান্ত মহাবিদ্যালয় অধ্যক্ষ ড. মৃণালকান্তি চট্টোপাধ্যায়, বিশ্বভারতী বিদ্যাভবনের অধ্যাপক ড. সন্দীপ বসু সর্বাধিকারী। কোচবিহারের লোকগান এক স্বর্ণালী ঐতিহ্য এই বিষয়ে বক্তব্য রাখেন মেঘালয় টুরা গভমেন্ট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড.অলোক সাহা। এদিন আলোচনার বিষয় নিয়ে কলেজের পৃথক প্রেক্ষাগৃহে গবেষণাপত্র পাঠের ব্যবস্থা হয়। গবেষণাপত্র পাঠ পর্বের অনুষ্ঠানে চেয়ারপার্সনের ভূমিকা পালন করেন ড. মৃণালকান্তি চট্টোপাধ্যায়। এই পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়েন্ট কনভেনার অধ্যাপক অনির্বাণজ্যোতি সিংহ। সহযোগিতায় ছিলেন অধ্যাপক নিত্যানন্দ কোদালিয়া ও অধ্যাপক সুজয় দাস। এছাড়াও বহু অধ্যাপক-অধ্যাপিকা ও গবেষক ছাত্র-ছাত্রী আলোচ্য বিষয়ে গবেষণা পত্র পাঠ করেন। সমগ্র আলোচনা সভাটি পরিচালনা করেন ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোশারফ হোসেন। তাঁকে সহযোগিতা করেন বাণিজ্য বিভাগের দুই অধ্যাপিকা সুস্মিতা লামা ও পায়েল চ্যাটার্জী।
ছবিঃ দিপু মিঞা, মুরারই; বীরভূম।