তৃণমূল কংগ্রেসের সংহতি পদযাত্রা

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

রাজনগরঃ ধর্ম যার যার উৎসব সবার—এই শ্লোগানকে সামনে রেখে অয‍্যোধায় রামমন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সংহতি পদযাত্রা আয়োজিত হলো রাজনগরে। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু, যুবনেতা রাণাপ্রতাপ রায়সহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃত্ব। এই উপলক্ষে বিকেলে পদযাত্রাটি রাজনগর পরিক্রমা করে রাজনগর চৌরাস্তা মোড়ে বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।

মুরারইঃ নির্ধারিত সুচি অনুযায়ী বীরভূমের মুরারইতে আজ ২২ জানুয়ারী বিকেলে তৃণমূল পার্টির পক্ষ থেকে সম্প্রীতি মিছিল বের হয়। “বিভাজনের রাজনীতি মানছি না মানব না” এই শ্লোগানে মুরারই গোটা বাজার পরিক্রমা করে দলীয় কর্মী সমর্থকরা।এই সংহতি যাত্রায় নেতৃত্ব দেন তৃণমূলের মুরারই ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ ও দলের মহিলা সভানেত্রী নুরজাহান বিবি সহ এলাকার তৃণমূলের দলীয় সংগঠনের কর্মকর্তারা।

খয়রাশোলঃ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অন্যান্য ব্লকের ন্যায় খয়রাশোল ব্লক তৃণমূল-কংগ্রেসের পক্ষ থেকেও সোমবার সর্ব ধর্ম সমন্বয়ে “সংহতি যাত্রা” ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং বাসষ্ট্যান্ড মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।আজ ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। সেটা ধর্মীয় ব্যাপার করতেই পারে কিন্তু সেটাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। যার প্রেক্ষিতে রাজ্য ব্যাপী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক স্তরে সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রা সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই হিসেবে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও উক্ত কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পাঁচজন কমিটির মধ্যে চারজন সদস্য। অনুপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য তথা প্রাক্তন দলীয় ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। এনিয়ে দলের অন্দরে শুরু হয়েছে ফের জল্পনা। এদিন সংহতি যাত্রা র অগ্রভাগে ছিলেন তৃণমূল ব্লক নেতৃত্ব কাঞ্চন দে, মৃণালকান্তি ঘোষ, উজ্জ্বল হক কাদেরী ও শ্যামল গায়েন। এছাড়াও ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর সহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু ব্যাক্তিবর্গ। আজকের সংহতি যাত্রা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য তথা খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *