শম্ভুনাথ সেনঃ
আজ ২৪ জানুয়ারি, দিনটি “কন্যা শিশু দিবস” হিসেবে চিহ্নিত। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের উদ্যোগে দিনটি উদযাপিত হয়। বিদ্যালয়ের অষ্টম, নবম ও একাদশ শ্রেণির ছাত্রীরা একটি রেলিতে অংশ নেয়। উল্লেখ্য, আজ থেকে ১৫ বছর আগে ২০০৮ সালে ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক প্রথম ২৪ জানুয়ারী দিনটিকে জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে চিহ্নিত করে। দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য সমাজে লিঙ্গ বৈষম্য দূরীভূত করে মেয়েদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরী করা।
এদিন সিউড়ী ১ নং ব্লকের আই সি ডি এস কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের শিক্ষিকারা ছাত্রীদের কাছে নানা সচেতনতামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের জন্য শিক্ষা,পুষ্টি, নারীদের আইনী অধিকার সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়। বক্তব্য রাখেন সুসংহত শিশু বিকাশ প্রকল্পের রিয়া খাতুন ও সুপর্ণা মণ্ডল। দিনটি উদযাপনের তাৎপর্য,বাল্যবিবাহের কুফল,নারী শিক্ষায় সরকারী নানা সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
ছবিঃ মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি; বীরভূম