সনাতন সৌঃ
২৩ জানুয়ারী রাণীশ্বরে ময়ূরাক্ষী গ্রামীণ ডিগ্রি কলেজে উদযাপিত হলো যথাযথ মর্যাদা সহকারে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর সেনা নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। অনুষ্ঠানে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর দীপক রঞ্জন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাণী সেনগুপ্ত, বরিষ্ঠ সাংবাদিক গৌতম চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষানুরাগী আর এস রায়, লেখিকা ছায়া গুহ, সঙ্গীত শিল্পী শুভাশিষ অধিকারী প্রমুখ।কলেজের ছাত্রছাত্রীরা নৃত্য গান পরিবেশন করে। বিভিন্ন বক্তা নেতাজীর সংগ্রামী কর্ম জীবন ও বাণী প্রসঙ্গে বক্তব্য রাখেন।সেই সঙ্গে কলেজের অধ্যক্ষ ড আব্দুল রইস খান এর সম্পাদনায় প্রকাশিত হলো “ময়ূরাক্ষী দর্পন”নামে একটি স্মরণিকা পত্রিকা। কলেজের পক্ষ থেকে কৃতি গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এই উপলক্ষে বিকালে কলেজের পক্ষ থেকে খেলার ময়দানে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। চুড়ান্ত খেলায় বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্রের ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়। সেই সঙ্গে ক্যান্সার পীড়িত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয়। অনুষ্ঠানে ক্যান্সার পীড়িত রোগীদের মনোবল বৃদ্ধির জন্য মূল্যবান বক্তব্য রাখেন ডক্টর আব্দুল রইশ খান বিশিষ্ট লেখিকা কৃষ্ণপ্রিয়া ঠাকুর চট্টোপাধ্যায় সাহিত্যিক অনিতা মুখার্জি প্রমুখ। অনুষ্ঠানের শেষে সেরা খেলোয়াড়দের স্বর্গীয় ডলি দত্ত গুহ স্মৃতি ট্রফি পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন মার্জিদ আহম্মেদ।
ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর খবর। ভালো থাকবেন।