বীরভূমের সদর সিউড়িতে নেতাজির জন্মদিন উদযাপন : আমোদপুরে শুরু হল নেতাজি সুভাষ মেলা-২০২৪

শম্ভুনাথ সেনঃ

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী সারাদেশের সঙ্গে বীরভূম জেলা জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত শ্রদ্ধা ও মর্যাদায় পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় সদর সিউড়ি সিধু কানু মঞ্চে। উপস্থিত ছিলেন জেলা সমাহর্তা বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নিতু শুক্লা, বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.পার্থসারথি মুখোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী প্রমুখ। অন্যদিকে প্রতিবারের মতো এবারেও নেতাজি জন্মদিন উপলক্ষে বীরভূমের সাঁইথিয়া ব্লকের আমোদপুরে “নেতাজি সুভাষ মেলা-২০২৪” এর আজ উদ্বোধন হয়। এদিন এই মেলার উদ্বোধন করেন সাঁইথিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজন কুমার পাণ্ডে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমোদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা ভট্টাচার্য, ভ্রমরকোল গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ মুরসালিম, অমরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজকুমার ডোম সহ বিশিষ্ট সমাজসেবী মানুষজন। মেলায় বিকিকিনির মাঝে সাংস্কৃতিক মঞ্চে সাত দিন ধরেই রয়েছে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। লোকনৃত্য, অংকন, আবৃত্তি, প্রতিযোগিতা সহ মেলায় সার্কাস, যাদু প্রদর্শনী, যাত্রা গান পঞ্চরস, আদিবাসী অর্কেস্টা অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন মেলা কমিটির সম্পাদক সেখ তাহিরুল। মেলা চলবে আগামী ২ রা ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *