শম্ভুনাথ সেনঃ
জীবনের জন্য জীবিকার প্রয়োজন। বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের একটি সভাকক্ষে আজ ২৫ জানুয়ারী একদিনের এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিপুল দে, সুদীপ পাল, বীরভূম জেলা খাদি ভিলেজ ও ইন্ডাস্ট্রিজ এর উজ্জ্বল মুখার্জি প্রমুখ সরকারি আধিকারিকরা এই প্রশিক্ষণ দান করেন। স্থানীয় পণ্ডিতপুর, রূপশিমুল, হালসোত, দৌলতপুর, কামালপুর এমন সব গ্রামের অন্ততঃ ৬০ জন গ্রামীণ মহিলারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সরকারের নানা সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে যেমন আলোচনা হয় তেমনি কোথায় কিভাবে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ পাওয়া যায়,সর্বোপরি সরকার কিভাবে মূলধন সরবরাহ করে সে বিষয়ে প্রশিক্ষণ দান করেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। এদিন সন্তোষী পাল, চম্পা দাস, মানসী বাগদী,রেখা নন্দী প্রমুখ মহিলারা এই প্রশিক্ষণ পেয়ে খুশি ব্যক্ত করেন।