
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কনস্টেবলের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায়। তিনি মুরারই থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আগামী মার্চ মাসে তিনি রিটায়ার্ড করতেন।আজ ২৫ জানুয়ারী দুপুরে মুরারই থানার সরকারি কাগজপত্র নিয়ে রামপুরহাট এস ডি পি ও অফিসে যাচ্ছিলেন। রামপুরহাট ঢোকার মুখে অতিথি হোটেলের কাছে এই যাত্রীবাহী বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এই কনস্টেবলকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শেষ পর্যন্ত বেসরকারি ওই বাসটিকে পুলিশ আটক করেছে, তবে ড্রাইভার পলাতক।

ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম