শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ব্লকে ব্লকে ১৯-২৫ জানুয়ারী সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ উদযাপিত হয়। আজ ২৫ জানুয়ারী মুরারই এক নম্বর ব্লকের প্রাণীসম্পদ বিভাগের আয়োজনে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্থানীয় মুরারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও বীরেন্দ্র অধিকারী, মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, ব্লক প্রাণিসম্পদ আধিকারিক চিকিৎসক অচিন্ত্য মহান্তি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য,স্থানীয় প্রধান প্রমুখ। স্থানীয় প্রাণীপালকদের নিয়ে তাদের সচেতনতার লক্ষ্যে নানা আলোচনা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে স্বনিযুক্তি প্রকল্পে কর্মরত ফিল্ড ওয়ার্কার প্রাণীবন্ধু, এ. আই ওয়ার্কার, প্রাণীসেবী ও প্রাণী মিত্রা এই চারজনকে ভালো কাজের স্বীকৃতি দানে পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়। এদিন এলাকার ২০০ জন প্রাণীপালক উপভোক্তাদের স্বনির্ভর করার লক্ষ্যে তাদের হাতে দশটি করে খাঁকি ক্যাম্বেল হাঁসের ছানা তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ব্লকের প্রাণীসম্পদ বিভাগের আধিকারিক ডাঃ অচিন্ত্য মহান্তি।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম