শম্ভুনাথ সেনঃ
কৃষি নির্ভর বীরভূম। বীরভূমের কৃষি মূলতঃ বৃষ্টি নির্ভর। ৭০ শতাংশ মানুষের জীবন-জীবিকা কৃষির উপর নির্ভরশীল। তবে জেলার ১৯ টি ব্লকের মধ্যে বেশ অনেক ব্লকেই সেচের ব্যবস্থা নেই। তাই বর্ষায় বৃষ্টির জলে ধান চাষের পর সেইসব জমি থাকে অনাবাদি। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের মহুরাপুর,রাজগ্রাম এলাকায় সেইসব জমিতে “টার্গেটিং রাইস ফেলো” স্কীমে সরকারি সহযোগিতায় শুরু হয়েছে সরিষা চাষ। মুরারই কৃষি দপ্তরের উদ্যোগে আজ ৩ রা ফেব্রুয়ারী এলাকার চাষীদের নিয়ে সরাসরি ফিল্ডে গিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কম খরচে, কম জলে কিভাবে তৈলবীজ চাষকে লাভজনক করা যায় সে নিয়েই এদিন চাষীদের পরামর্শ দেওয়া হয়। “বাংলা কৃষি সেচ যোজনা” প্রকল্প নিয়ে চাষীদের কাছে তুলে ধরা হয় সরকারি সুযোগ-সুবিধার কথা । স্থানীয় অন্তত ১০০ জন কৃষক এদিন এই আলোচনা সভায় অংশ নেয়। চাষীদের সামনে বক্তব্য তুলে ধরেন জেলা উপ কৃষি অধিকর্তা (বিশ্ব ব্যাংক প্রকল্প) সুবীর কুমার সিনহা, মুরারই এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার প্রমুখ কৃষি আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, মুরারই ১নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আফতাব উদ্দিন আহমেদ প্রমুখ।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম