শম্ভুনাথ সেনঃ
জলের আর এক নাম “জীবন”! ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে ব্যবহারযোগ্য জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার “জল জীবন মিশন” নামে একটি প্রকল্প চালু করেছে। স্কুল পড়ুয়াদের মধ্যে জল সচেতনতা লক্ষ্যে জল জীবন মিশন এর পক্ষ থেকে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের কড়িধ্যা বিদ্যানিকেতন হাইস্কুলে আজ ৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিউড়ি ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম মন্ডল সহ সংস্থার সাপোর্টিং এজেন্সির কর্মকর্তারা। এই প্রোগ্রামের উপজীব্য বিষয় ছিলো ছাত্র-ছাত্রীদের মধ্যে জলের ব্যবহার, জল সংরক্ষণ, জলের অপচয় রোধ সম্পর্কে যেমন বার্তা দেওয়া তেমনি প্লাস্টিক ব্যবহারে পরিবেশ দূষণ ও তার প্রতিরোধ বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়।
অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ছিলো পথসভা, আদিবাসী ছাত্রীদের ফুটবল খেলা, ছাত্র-ছাত্রীদের মধ্যে কাবাডি খেলা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।। পাশাপাশি ওয়াটার কোয়ালিটি ফিল্ড টেস্টিং কিটসের (FTK) এর মাধ্যমে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের পানীয় জল পরীক্ষা করে দেখানো হয়। এই অনুষ্ঠানে ISA BIRBHUM Team “আহারে জীবন” নামে একটি জনসচেতনতা মূলক ক্ষুদ্র নাটিকা উপস্থাপিত করে। পরিবেশ ও জল সংরক্ষণের বার্তা দিতে এই নাটক মঞ্চস্থ করা হয়েছে বলে সংস্থার এক রিসোর্স পার্সন পল্লবী দত্ত জানিয়েছেন। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।