
দীপককুমার দাসঃ
গত ১লা ফেব্রুয়ারি পড়াশোনা করার জন্য বাবার বকুনি খেয়ে বাড়ির কাউকে না জানিয়ে পালিয়ে যায় প্রদীপ মন্ডল। ছেলেকে না পেয়ে সিউড়ি থানায় নিখোঁজ ডায়রি করেন ঐ ছেলেটির বাবা দামোদর মন্ডল। অবশেষে সিউড়ি থানা ও বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় নিখোঁজ ছেলেকে ফিরে পেলো তাদের পরিবার। ছয়দিন নিখোঁজ থাকার পর বোলপুর ষ্টেশন সংলগ্ন একটি লজের কাছে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকে প্রদীপ মন্ডল। পুলিশ গিয়ে নিখোঁজ প্রদীপ মন্ডলকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। বাবা দামোদর মন্ডল এর জন্য ধন্যবাদ জানান সিউড়ি থানার পুলিশকে। আর প্রদীপের মা রাখী মন্ডল জানান, গত ১লা ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল তাদের ছেলে। পড়াশুনার জন্য বাবার বকুনি খেয়ে অভিমানে ঘর ছেড়েছিল। পুলিশ, প্রতিবেশী ও আত্মীয় স্বজন খুব সহযোগিতা করেছেন। আজ ছেলেকে পেয়ে খুব আনন্দ হচ্ছে।