শম্ভুনাথ সেনঃ
বিশ্ববিদ্যালয়ের সেমিষ্টার পরীক্ষায় পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে পরীক্ষা হলে প্রবেশে বাধা, নকল করার জন্য পরীক্ষা খাতা বাজেয়াপ্ত করায় পরীক্ষা শেষে কলেজের ভিতরে তাণ্ডব ও ভাংচুর চালায় পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমরম মহাবিদ্যালয়ে। গত ৬ ফেব্রুয়ারী ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম সেমিষ্টারের পরীক্ষা। স্থানীয় সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সেন্টার পরে মল্লারপুরের এই কলেজে। পরীক্ষা চলাকালীন ৪ জন ছাত্রের কাছে চারটি মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করে কলেজের অধ্যাপকরা। ঐসকল ছাত্রদের পরীক্ষায় নকল করার অভিযোগে তৎক্ষণাৎ পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয়। এরই প্রতিবাদে এইসব ছাত্ররা পরীক্ষা শেষে কলেজের ভিতর তান্ডবলীলা চলায় বলে অভিযোগ উঠেছে। ভেঙে দেওয়া হয় কলেজ রুমে বেশ কয়েকটি ফ্যান, দুইটি টিউবওয়েল, বাথরুমের ট্যাব ইত্যাদি। চেয়ার বেঞ্চ উলটে দেওয়া হয়েছে। এ তথ্য সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সুমন মুখার্জি। ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী এ যাবৎ কলেজের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অন্যদিকে রুমের ভিতর সিসিটিভি না থাকায় উপযুক্ত দোষীদের শনাক্ত করতে সমস্যায় পড়েছে কলেজ কর্তৃপক্ষ।