শম্ভুনাথ সেনঃ
জীবনের জন্য জীবিকার প্রয়োজন। বীরভূমের নানুর ব্লকের কীর্ণাহারে “ইন্টালেকচুয়াল প্রপারটি রাইটস” সম্পর্কে একটি সেমিনারের আয়োজন করা হয়। ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই সেমিনারের আয়োজন করে। শিক্ষিত যুবক-যুবতীরা তাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই ছিল এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঋত্বিক বিশ্বাস, জয়েন্ট ডিরেক্টর প্রদীপ কুমার দাস, রাজর্ষি মাজি,তাপস রায় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা। এছাড়া বীরভূম জেলা খাদি ভিলেজ ও ইন্ডাস্ট্রিজ এর জেলা আধিকারিক উজ্জ্বল মুখার্জি, এডভোকেট পেটেন্ট এক্সপার্ট শান্তনু গোছাইত প্রমুখ সরকারি আধিকারিকরা এই প্রশিক্ষণ দান করেন। স্থানীয় ৬০ জন যুবক-যুবতীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সরকারের নানা সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে যেমন আলোচনা হয় তেমনি কোথায় কিভাবে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ পাওয়া যায়,সর্বোপরি সরকার কিভাবে মূলধন সরবরাহ করে কোন প্রকল্পে কত শতাংশ অনুদান পাওয়া যায় সে বিষয়ে বিস্তৃত আলোচনা করেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। এই প্রশিক্ষণ পেয়ে খুশি ব্যক্ত করেন এলাকার যুবসমাজ।