গণধর্ষণের দায়ে ৪ অভিযুক্তকে ২০ বছরের কারাদন্ডের আদেশ দিলেন বীরভূমের রামপুরহাট মহকুমা আদালত

শম্ভুনাথ সেনঃ

এক ৫৩ বছর বয়সী বিধবা মহিলাকে মুখে গামছা বেঁধে গণধর্ষণ করার অপরাধে ৪ জন অপরাধীকে ২০ বছর কারাদন্ডের সাজা দিল আদালত। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। ৯ ফেব্রুয়ারী বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস এই সাজার রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন সুরেশ মুদি, কটা মুদি, শিবচরন মুদি ও পলাশ কোঁড়া। তাদের বাড়ি বীরভূমের ময়ুরেশ্বর থানার রাজচন্দ্রপুর গ্রামে। এই ঘটনার বিবরণ সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন সরকারি আইনজীবী উৎপল মুখার্জি। উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর ভাইফোঁটার দুপুরে বীরভূমের ময়ুরেশ্বর থানার রাজচন্দ্রপুর গ্রামের ৫৩ বছর বয়সী ঐ বিধবা মহিলা গ্রাম সংলগ্ন মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় সুরেশ মুদি, কটা মুদি, শিবচরন মুদি ও পলাশ কোঁড়া ওই মহিলার মুখে গামছা বেঁধে গণধর্ষন করে। পরে মাঠের মধ্যে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়। ঘটনাটি তিনি বাড়ির লোকজনদের জানানোর পর নির্যাতিতার মা ওই ৪ জনের নামে ময়ুরেশ্বর থানায় গণধর্ষনের লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তের বিরুদ্ধে রামপুরহাট মহকুমা আদালতে মামলা শুরু করে পুলিশ। সেই মামলায় গতকাল রামপুরহাট মহকুমা আদালতের বিচারক চারজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। ৪ জন অপরাধীকেই ২০ বছরের কারাদন্ডের আদেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *