শম্ভুনাথ সেনঃ
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা আজ শেষ হলো। সারা রাজ্যে ৯ লক্ষের অধিক ছাত্র-ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দেয়। অসংখ্য সেন্টারের মধ্যে বীরভূমের অন্যতম এক বড়ো ভেনু হলো বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়। মোট সাতটি বিদ্যালয়ের ৪২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নিচুপটি এন এন বিদ্যালয়, আদিত্যপুর, আলবাধা, লালদহ কাপাসটিকুরী, তারাশঙ্কর বিদ্যাপীঠ, আশ্রম কন্যা বিদ্যালয়ের পড়ুয়ারা এখানে পরীক্ষা দেয়। আজ ১০ ফেব্রুয়ারী পরীক্ষার শেষদিন পড়ুয়ারা ছিল বেশ উল্লাসিত। উপস্থিত অভিভাবকদের মনে ছিল শান্তি ও স্বস্তির ছাপ। কেন্দ্র পরিচালক হিসাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান এবার এখানে নির্বিঘ্নে পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠ ও সুন্দর ভাবে পরীক্ষা শেষ হবার পিছনে সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীগণের নিরলস পরিশ্রম ও সদিচ্ছাকে তিনি সাধুবাদ জানিয়েছেন।