বীরভূমের খয়রাশোলে গীতাভবনের উদ্যোগে আজ থেকে ৫ দিনের “পার্থসারথি মেলা-২০২৪” শুরু হল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের খয়রাশোল ব্লকের চৈতন্যপুর গীতাভবনের উদ্যোগে অনুষ্ঠিত ৫ দিনের ৩৮ তম “পার্থসারথি মেলা-২০২৪” আজ ১০ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে। ভোর থেকে মঙ্গলদীপ প্রজ্জ্বলন,শঙ্খধ্বনি, বেদমন্ত্র ও গীতার ধ্বনিতে নগর পরিক্রমার মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়। গীতার শ্লোক এবং বাসুদেবের জয়ধ্বনিতে আন্দোলিত হয় গীতাভবনের আকাশ বাতাস। উল্লেখ্য, ১৩৯৩ বঙ্গাব্দ থেকে গীতা প্রচার কেন্দ্র হিসেবে গীতাভবনের পথচলা শুরু হয়েছে। ১৩৯৪ সন থেকে এই আশ্রমে চলছে অখন্ড হরিনাম সংকীর্তন। এদিন ১০ ফেব্রুয়ারি আশ্রমের পার্থসারথী মঞ্চে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় খয়রাশোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক তপাই বিশ্বাস। উপস্থিত ছিলেন খয়রাসোল আশ্রমের অচিন্ত্য মহারাজ, অধ্যাপক ড. রবিন ঘোষ, প্রমুখ। গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ গীতাভবনের পথ চলার ইতিহাস তুলে ধরেন। এদিন খয়রাশোল ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক ২৫ জন ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র ও স্বামীজীর “আমার ভারত অমর ভারত” গ্রন্থ তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আশ্রম অনুরাগী অচিন্ত্য সিংহ। উল্লেখ্য, বীরভূমে বছরভর অন্তত ২০০ টি মেলা অনুষ্ঠিত হলেও পার্থসারথী মেলা একমাত্র গীতা ভবনে অনুষ্ঠিত হয়। পাঁচদিন ধরেই সাধু মুখে হরিকথা, গীতা আলোচনা,গীতা জয়ন্তী, ভক্তিগীতি, কীর্তন ও বাউল গান,ধর্মসভা এবং সেই সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নানা বিকি কিনির সাথে প্রতিদিনই হাজার হাজার ভক্ত সেবার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন গীতাভবনের অধ্যক্ষ প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দ মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *