বীরভূমের লাভপুরে শুরু হলো বাউল মেলা ও বাউল সেমিনার

শম্ভুনাথ সেনঃ

বাউলের দেশ বীরভূম। জেলাজুড়ে বছরভর যেমন এখানে বাউল অনুষ্ঠিত হয়,তেমনি বহু বাউল সাধকের জন্মভূমি এই রাঙ্গামাটিতে। বীরভূমের লাভপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও বীরভূম সংস্কৃতি বাহিনীর সহায়তায় ১১-১২ ফেব্রুয়ারী দু’দিনের লাভপুর বাউল মেলা শুরু হয়েছে।প.ব. সরকারের তপশীলি জাতি, উপজাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগমের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে বাউল গানের সঙ্গে বাউল বিষয়ক সেমিনার। আজ এই বাউল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অভিজিৎ সিনহা ও সাংসদ অসিত মাল। উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা, লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক, তপশিলি জাতি উপজাতি বিভাগের জেলা ম্যানেজার শান্তনু কর্মকার প্রমুখ। সকালে বাউল শিল্পীদের নিয়ে একটি পদযাত্রা নগর পরিক্রমা করে। উপস্থিত শিক্ষক সমাজ বাউল সম্প্রদায় ও আমন্ত্রিত অতিথি বৃন্দের সামনে মূল্যবান বক্তব্য রাখেন রামানুজ মুখোপাধ্যায় । বাউলের দেহতত্ব উপর বক্তব্য রাখেন বিপ্লব দাস ও নন্দিনী দাস মল্লিক। শুধু বক্তব্য নয় বাউলের পঞ্চম প্রশ্নের উপর আলোকপাত করেন ঐ দুই বাউল ব্যক্তিত্ব। “আমরা এখোনো বাউল সাধক হতে পারিনি আমরা শুধুমাত্র বাউলের সেবক”এমন আক্ষেপের সুর ফুটে ওঠে এই বাউলদের বক্তব্যে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার ড. উজ্জ্বল মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *