শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির সপ্তদশ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১০-১২ ফেব্রুয়ারী ৩ দিনের জেলা ও ভিনজেলা লোকনাট্য মেলা অনুষ্ঠিত হয়। এই নাট্যমেলার উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা অনির্বাণ গুহ। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ড. প্রলয় নায়েক, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা, জেলা সংখ্যালঘু আধিকারিক রবীন্দ্রনাথ বড়াই, সাঁইথিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজন কুমার পাণ্ডে, নাট্যজন পার্থ প্রতীম দেব সহ বিশিষ্ট সংস্কৃতি অনুরাগী মানুষজনেরা। নাট্য মেলায় পরিবেশিত হয় আলিপুরদুয়ার আওয়াজ নাট্যদলের নাটক “মরণ রে”, মেদিনীপুর সংবেদ নাট্যদলের “তিথি চিত্রপট”, নদীয়ার কৃষ্ণনগর সিঞ্চনের “দূরবীন”, কলকাতা বাঘা যতীন “আলাপের রাণী ঘাটের বৃত্তান্ত”, বরানগর নাট্যদলের “যন্ত্রনা” সহ আয়োজক সংস্থা বীরভূমের সপ্তপ্রদীপের দুটি নতুন প্রযোজনা মঞ্চস্থ হয় “ভিখু” ও “শূন্য পেলেন সরস্বতী”।
তিনদিনের উৎসব মঞ্চে পরিবেশিত হয় কবিগান, বাউলগান, রায়বেঁশে, বাংলা লোকসংগীত সহ লোকনৃত্যের প্রতিযোগিতা। দ্বিতীয় দিন ওই একই মঞ্চে প্রকাশিত হয় একশো কবির একশো কবিতা শীর্ষক সংকলনটি। এই উপলক্ষে আয়োজন করা হয় কবিতা উৎসবের। শেষ দিন সাম্প্রতিক থিয়েটারে তরুণ প্রজন্মের ভূমিকা শীর্ষক বিষয়ে আলোকপাত করেন নাট্যব্যক্তিত্ব মধুসূদন কুণ্ডু, বিজয় কুমার দাস, সেঁজুতি বাগচি ও ব্রজ সৌরভ চট্টোপাধ্যায়। তিন দিনের প্রতিটি অনুষ্ঠান উপস্থিত শ্রোতা দর্শকদের নজর কারে। বীরভূমের রুক্ষ মাটিকে সারস্বত সাধনায় আদ্র করে গড়ে তুলতে তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে সপ্তপ্রদীপের কর্ণধার সুব্রত ঘটক জানান।