চন্দন চট্টোপাধ্যায়ঃ
সাড়ম্বরে উদযাপিত হলো ‘অনুভূতির ডানা’ পত্রিকার রজত জয়ন্তী বর্ষ, কবিতা উৎসবের আঙ্গিকে। গত ৭মে রামপুরহাট রেল ময়দানে অনুষ্ঠিত এই কবিতা সমারোহে উল্লেখযোগ্য বিষয় ছিল ‘ডানা’ পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ, ডানা সম্মান, পত্রিকা সম্মাননা, মরণোত্তর সম্মাননা, সারস্বত সম্মান, শুভাষিত সম্মাননা, বীরভূমের মুখ সম্মাননা, অতিথি সম্মাননা, আজীবন সম্মাননা, স্মারক সম্মাননা, বই প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
মাননীয় সন্দীপ দত্ত কর্তৃক একটি লিটিল ম্যাগাজিন সংগ্রহ শালার উদবোধনের মধ্যে দিয়ে শুরু হওয়া এই উৎসবে প্রদীপ প্রজ্বালন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জী। প্রখর গ্রীষ্মের গনগনে ভ্রুকুটি উপেক্ষা করে সমাগত শ্রোতা দর্শকদের টানটান আকর্ষনের মধ্যে দিনভর পরিবেশিত হল গান, আবৃত্তি, ছড়া-কবিতা পাঠ বৈচিত্রময় পরিবেশে। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় সম্মাননা পর্ব। সন্ধ্যায় খ্যাতনামা লোকশিল্পী রতন কাহারের গান ও কবিতা পরিবেশনায় ছিলেন বিশিষ্ট ছড়াকার ও অভিনেতা অতনু বর্মন এবং কাকলী দাস। কথানাট্যে ছিলেন ডঃ দেবেশ ঠাকুর, আবৃত্তিতে গার্গী সেনগুপ্ত ও শবরী মুখোপাধ্যায়, কবি শুভ দাশগুপ্ত, সতীনাথ মুখোপাধ্যায়। শ্রুতি নাটকে ধনঞ্জয় ঘোষাল।
অনুষ্ঠানে অন্যান্য উজ্জ্বল ব্যক্তিত্বের মধ্যে ছিলেন মল্লিনাথ মুখোপাধ্যায়, মইনুদ্দিন হোসেন, তপন বন্দ্যোপাধ্যায়, প্রবীর দাস, ফাল্গুনী ভট্টাচার্য, অসিকার রহমান, পুষ্পিত মুখোপাধ্যায়, রাজীব ঘাঁটি, প্রতিভা গাঙ্গুলী, সমরেশ মণ্ডল, ডঃ আদিত্য মুখোপাধ্যায়, আশিস কুমার মুখোপাধ্যায়, বাবুন চক্রবর্তী, বিভাস রায়চৌধুরী, মধুমঙ্গল বিশ্বাস, নীলোৎপল ভট্টাচার্য প্রমুখ। গোটা উৎসবের অন্যতম রূপকার তথা ‘ডানা’ পত্রিকার সম্পাদক কবি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘আগামী দিনে আরও কার্যকর ও গঠনমূলক কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে ‘অনুভূতির ডানা’।